বৈপরীত্য
"পারবি তো?" "হ্যাঁ,পারব।" "দেখিস,ঘাপলা বাঁধাইস না।" "কোনদিন বাঁধাইসি?" "না বাঁধাস নাই,তবুও।" "রাখেন,দেরি হয়ে যাচ্ছে।" বিরক্ত হয়ে ফোনটা কেটে দিল জাহাঙ্গীর।বড় মানুষদের এটাই সমস্যা।অযথা টেনশন করে।ও যে লাইনে আছে,সেই লাইনে ওর থেকে উপরে কেউ উঠতে পেরেছে?সাক্ষাৎ যমদূত ও।মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলে দিল।কাজ করার আগে মাথা ঠান্ডা রাখতে হয়।বিশাল বাড়িটার ভেতরে ঢুকে গেল সে।একবার কলিংবেল দিতেই দরজা খুলে দিল কাজের মেয়েটা।পা থেকে মাথা পর্যন্ত দ্রুত একবার চোখ বুলিয়ে নিল।মেয়েজাতির প্রতি ওর আলাদা কোনো অনুভুতি নেই।ওরা শুধু খেলার জিনিস,খেলা শেষে ছুঁড়ে ফেলে দিতে হয়।ভেতরের বিশাল বেডরুমে মস্ত বড় ব্যবসায়ী জহির সাহেব ঘুমাচ্ছেন।কাজের মেয়েটার সাথে আগেই হাত করা ছিল,কফির সাথে কড়া ডোজের তিনটা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল।এই কফি জিনিসটা জাহাঙ্গীরের খুব বিরক্তিকর লাগে।কড়া লিকারের গরম চায়ের উপর কোনোকিছু নাই।দেশি মদ খেতেও বেশ,সাহেবদের দামি জিনিস ওর পেটে সহ্য হয় না।শোল্ডার হোলস্টার থেকে পিস্তলটা বের করে মাথার পাশে ঠেকাল।না,কোনো অনুভুতি হয় না আর এখন।জিনিসটা ভাত খাও...